
ঢাকার সাভারে অসহায় এক নারীর কষ্টে জীবন-যাপনের কথা শুনে মালামালসহ সবজির ভ্রাম্যমাণ দোকান উপহার দিয়েছেন স্বর্ণ তারা মুক্তজীবন নামের একটি সংগঠন।
সোমবার সাভার গেন্ডা বাসস্ট্যান্ডে ওই নারীর কাছে ভ্রাম্যমান দোকানের (রিক্সা ভ্যানের উপর দোকান) চাবি হস্তান্তর করা হয়। সবজি দোকানটি পেয়ে স্বর্ণতারা মুক্তজীবন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আরিফুর রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে খুশিতে কেঁদে ফেলেন অসহায় সেলিনা আক্তার। ভ্যানগাড়িতে সবজি বিক্রি করে এখন থেকে চলবে তার সংসার।
স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলার সেলিনা আক্তার স্বামী সন্তান নিয়ে থাকতেন সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায়। ২০২৩ সনের ১৫ ডিসেম্বর ভাড়া বাসায় গ্যাসের চুলার আগুন থেকে দগ্ধ হয়ে শরীরের ৭০ ভাগ পুড়ে যায়। দীর্ঘ চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও ততদিনে তার সহায় সম্পদ সব শেষ হয়ে যায়। এমনকি স্বামীও তাকে ছেড়ে চলে যায়। ছোট ছোট দুই শিশু সন্তান নিয়ে বিপাকে পড়েন সেলিনা। পুড়ে যাওয়া শরীর নিয়ে কোথাও কোন কাজ না পেয়ে সীমাহীন কষ্টে দিন কাটতে থাকে তার। ফলে চরম অভাব-অনাটনে দিশেহারা হয়ে পড়েন সেলিনা। অবশেষে শিশুদের মুখে খাবার তুলে দিতে শুরু করেন ভিক্ষাবৃত্তি।
সেলিনার অভাবঅনটন ও অসহায়ত্বের কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বর্ণতারা মুক্তজীবন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান।
সাজানো ভ্যানে করে এখন থেকে সবজি বিক্রি করে চলবে অসহায় সেলিনার জীবিকা। কর্মসংস্থানের নতুন ঠিকানা পেয়ে অনেক খুশি হয়েছেন অসহায় সেলিনা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান বলেন, কর্মহীন অসহায় নারীকে ভ্যান উপহার দিতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। সমাজের বিত্তবানদেরকে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সবজির ভ্রাম্যমাণ দোকান উপহার দেওয়ার সময় আর উপস্থিত ছিলেন সাভার মহিলা পরিষদের সাবেক সহ-সাধারণ সম্পাদক কারিমা সুলতানার মুক্তি, রিহ্যাব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদ কামাল, প্রত্যাশা ল্যান্ডমার্কের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন সরকার, জাগরণী থিয়েটারের সভাপতি মো: আজিম উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, প্রত্যাশা ল্যান্ডমার্কের পরিচালক আজহারুল ইসলাম, সাভার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমদাদুল হক।