বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বেতাগীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, গৃহবধূ আহত

বরগুনার বেতাগীতে বজ্রাঘাতে ফোরকান মৃধা (৫৪) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার (২৮ এপ্রিল) হোসনাবাদ ইউনিয়নের ঝোপখালী এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় এক গৃহবধূ আহত হন।

ফোরকান উত্তর ঝোপখালী এলাকায় মতিউর রহমানের ছেলে।

আহত গৃহবধূ ওই এলাকার আব্দুর রবের স্ত্রী তাসলিমা বেগম (৩৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, সোমবার দুপুরে ফোরকান কৃষিজমিতে কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে কৃষি ফসলের মাঠে ফোরকান কাজ করছিলেন।

আকস্মিক বজ্রপাতে ফোরকান জ্ঞান হারান। এ সময় ফোরকান এবং তাসলিমা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফোরকানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।