রাসেল মিয়া আমতলী (বরগুনা) : , আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫ , আজকের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

আমতলীতে চার দফা দাবিতে ইসলামি শ্রমিক আন্দোলনের মানববন্ধন

আমতলী – পুরাকাটা ইজারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করাসহ ফেরিতে মোটরসাইকেল বাই সাইকেল ও রিকশা ফ্রিতে পাড়ার করা।

এ চার দফা দাবি নিয়ে (০৩ মে) শনিবার সকাল ১০ টায় আমতলী – পুরাকাটা খেয়াঘাটে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ।আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে মঙ্গলবার ৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মীর মুহাঃ সুলাইমান, মৌ-লোভী মোঃ শাহ আলম, মুফতি ওমর ফারুক জিহাদি, মাওঃ সাইফুল ইসলাম ও কাজী আল আমিন।

বক্তারা বলেন, আমতলী পুরাকাটা খেয়া ঘাট দিয়ে প্রতিদিন হাজারো গরিব অসহায় মানুষ জরুরি প্রয়োজনে পারাপার করতে হয়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এখানে ধার্যকৃত ২৫ টাকা সকলের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই খেয়া ঘাটের ইদারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করার দাবিতে মানববন্ধন আয়োজনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে না নিলে ইউএনও অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলন করা হবে।