
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত কামাল মিয়ার মেয়ে মোসা: পিংকি আক্তার (২০) গত ৩৬ দিন থেকে নিখোঁজ রয়েছেন।
আত্মীয় স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মা পারভীন আক্তার গত ৭ এপ্রিল মুরাদনগর থানায় একটি সাধারন ডায়েরি করেন (যার এস, ডি, আর নং- ৩৬৬/২৫)।
পরিবারের সদস্যরা জানান, পিংকি আক্তার একজন মানসিক ভারসাম্যহীন রোগী। গত ৩১ মার্চ বিকাল ৫ টার দিকে বাড়ি থেকে কোম্পানীগঞ্জ বাজারে যাওয়ার জন্য বের হয়ে আর বাড়িতে ফেরেননি। নিখোঁজ পিংকির গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল লম্বাটে,
উচ্চতা আনুমানিক পাঁচ ফুট দুই ইঞ্চি ও পড়নে সাদা রংয়ের সেলোয়ার কামিজ ছিলো। কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে মোবাইল নাম্বার-০১৭২৭৪১২০৯৫ তে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Print [1]