
ঝালকাঠির কাঠালিয়ায় মাদ্রাসার সামনের সড়কটিতে খানাখন্দ অবস্থা, সংস্কারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বলতলা গ্রামের, বলতলা সিনিয়র মাদ্রাসার সামনের সড়কটি খানাখন্দ অবস্থায় পড়ে আছে। যার সংস্কারের জন্য দাবী জানিয়ে আজ শুক্রবার (০৯ মে ) দুপুর ১২ টায় এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলে এতে বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী, মোঃ গফফার মৃধা, রুবেল মৃধা, মজিবুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, রেজাউল করিম, মাওলানা আবুবকর, ফাতিমা আক্তার, বলতলা সিনিয়র মাদ্রাসার শিক্ষিকা মোসাঃ শিরিন আক্তার, মাদ্রাসার শিক্ষার্থী মোসাঃ ফারজানা আক্তার, মোসাঃ জান্নাতুল আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন নবলক্ষি সরাসরি প্রাথমিক বিদ্যালয় থেকে হারুন খান বাড়ি পর্যন্ত এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। আমারা একাধিকবার এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি কিন্তু তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয় নাই। ফলে দিনদিন সড়কটি খানাখন্দ বেড়েই চলেছে। বর্ষার মৌসুমে এই সড়ক পানিতে তলিয়ে যায়। এলাকার জনসাধারণ সহ মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই জনদূর্ভোগ এড়াতে সড়কটি ভাঙ্গনরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কারের দাবী জানান এলাকাবাসী।