
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ শুরু হয়েছে। নান্দাইলের গরু পাইকারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। এই চাহিদাকে পুঁজি করে বেশি লাভের আশায় কিছু অসাধু খামারি গরুকে অস্বাস্থ্যকরভাবে দ্রুত মোটাতাজা করতে পোলট্রি মুরগির ফিড, স্টেরয়েড ও হরমোন জাতীয় ওষুধ খাওয়ানো শুরু করেছেন। এতে ব্রয়লার মুরগির মতো গরু দ্রুত ফুলে উঠছে। খামারিদের কেউ প্রকাশ্যে বিষয়টি স্বীকার করতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কৃষক বলেন, তারা এসব ক্ষতিকর ঔষদ কিংবা মুরগি ফিড গরুকে দেন না, তবে অনেকেই পোলট্রি ফিড খাওয়াচ্ছেন।
স্থানীয় খামারি ও প়ল্লি প্রাণী চিকিৎসকদের বরাতে জানা গেছে, এই পদ্ধতিতে গরু সাময়িকভাবে
পোলট্রি ফিড ও জাওভাত খাওয়ালে গরুর স্বাস্থ্য দ্রুত বেড়লেও গরু দ্রুত অসুস্থ হয়ে পরে। নিষেধ করলেও কোন কৃষক শুনেনা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আবু সাদাত মোঃ সায়েম বলেন, ‘এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি।গরুকে পোলট্রি ফিড খাওয়ানো স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।’ যা গরুর উপর অমানবিক নির্যাতন।তবে স্বাভাবিক খৈল, ভুসি ও দানাদার খাবার, কাঁচা ঘাস গরুর জন্য যথেষ্ট।