জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

তাড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ব্যবসায়ীকে মোট ১১হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

সোমবার (১৯মে) বেলা ১১টায় উপজেলার সদর বাজারের থানা মোড় সংলগ্ন মূল সড়কে অবৈধভাবে ভাসমান দোকান এবং মনোহারী দোকানের সামনের সড়কে নিজ নিজ পণ্যের পসরা সাজিয়ে রেখে পথচারি ও যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভেজাল পন্য বিক্রি করায় তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিনের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুন বলেন- জনগনের চলাচলে বিঘ্নতাসৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। জনস্বার্থে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।