
ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউলের কার্ড বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়জুর রহমান।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিটি মানুষের বাড়িতে হাজির হয়ে ঈদের উপহার হিসেবে সরকারের দেওয়া চাউলের কার্ড বিতরণ করছেন পৌর প্রশাসক। এ প্রসঙ্গে পৌর প্রশাসক বলেন, এবছর ৪ হাজার ৬ শত গরিব ও দুস্থ মানুষের মাঝে এই চাল বিতরণ করা হবে। তিনি বলেন আমি নিজে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি পরিবারের হাতে তুলে দিচ্ছি এ কার্ড। যাদেরকে কার্ড দেওয়া হয়েছে তারা কেউযেন বলতে না পারে আমি চালের কার্ড পায়নি।
তিনি আরও বলেন ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের দারিদ্র্য হ্রাস করা। উপকারভোগীদেরকে সাময়িক সাহায্যের মাধ্যমে দারিদ্র্য নিরসনে অবদান রাখা, বিশেষ করে অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা। ইতিপূর্বে অসহায় দরিদ্র মানুষের ত্রান সামগ্রী স্বচ্ছতার সহিত বিতরণ করতে কাউকে দেখা যায়নি। উল্লেখ সহকারী কমিশনার ( ভুমি) মো: ফয়জুর রহমান নান্দাইল উপজেলা যোগদানের পর থেকে জনসেবা দোরগোড়ায় পৌছিয়ে দিতে নিয়ম নীতি অনুসারে দায়িত্ব পালন করে যাচ্ছেন।