নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

হাসিনার দোসর এনআরবি ইসলামী লাইফের চেয়ারম্যান কিবরিয়া ও পরিচালক হোসনে আরা বহাল তবিয়াতে

প্রমাণ হওয়ার পরও বহাল তবিয়তেই রয়ে গেছেন হাসিনার ঘনিষ্ঠ সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া ও  কিবরিয়ার স্ত্রী সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগমক। কাগজে কলমে কোম্পানির ওভারসিজ এজেন্সি ডিরেক্টর বানিয়ে কমিশনের নামে পাচারের মাধ্যমে লুটে নিয়েছে বিপুল অংকের অর্থ। যার প্রধান সহযোগী কোম্পানির বিতর্কিত সিইও ও আওয়ামী লীগের আরেক অর্থদাতা শাহ্ জামাল হাওলাদার।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের তদন্তে এন আর বি ইসালামিক লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহজামালের ৮১ কোটি টাকা আত্মসদ ও বিদেশে টাকা পাচারের দায়ে ব্যবস্থাপনা পরিচালক পদের পূর্ণ  নিয়োগের প্রস্তাবনা  আই ডি আর এ কতৃক বাতিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনআরবি ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির একঊর্ধ্বতন  কর্মকর্তারা বলেন,  কিবরিয়া ইতালি আওয়ামী লীগের সভাপতি ও ইউরোপ  আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক এবং  পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত কাছের হওয়ায় এনআরবি ইসলামী লাইফের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার  করিয়েছেন।বিশ্বত্ব সূত্রের মাধ্যমে জানা গেছে এনআরবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতি বেরিয়ে আসায় এনআরবির চেয়ারম্যান দেশের বাইরে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে।  সুতরাং এন আর বির চেয়ারম্যান ও তার  স্ত্রীকে (পরিচালক)  গোয়েন্দা নজরদারিতে রাখা এবং দ্রুত গ্রেপ্তার করা সময়ের দাবি। এ বিষয়ে এন আর বির চেয়ারম্যান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক দুর্নীতির  কালো বিড়াল বেরিয়ে আসবে বলে দাবি সুত্রের।