বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

বেতাগীতে ইউপি সদস্য কেনানের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

বেতাগীর পরিচিত মুখ সদর ইউনিয়নের ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য পালকান্দা নিবাসী  মো : কেনান সিকদার (৪৬) আজ শুক্রবার  ( ২৩ মে ২০২৫ ইং)  আনুমানিক ৬.২৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বেতাগী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই  মেয়েসহ অসংখ্য  গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সুএে জানা গেছে, শনিবার সকাল দশটায় জানাজা নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ  প্রকাশ করেছেন  করেছেন বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল মন্টু, সাপ্তাহিক বিষখালী র সম্পাদক আবদুস সালাম সিদ্দিকী ও দৈনিক সংবাদ বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সজীবসহ আরো অনেকে।