
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল হক শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম এবং সমবায় কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা। প্রকল্পের আওতায় ফিল্ড স্কুলে শেখা অভিজ্ঞতা বর্ণনা করেন কৃষক আব্দুল করিম ও শিরিন সুলতানা রুমা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।