মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল): , আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নান্দাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন করেন ইউএনও সারমিনা সাত্তার 

ময়মনসিংহের নান্দাইলে “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য সামনে রেখে ২৮ মে হতে ০৩ জুন পর্যন্ত  জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

জাতীয় পুষ্টি সপ্তাহের প্রথম দিনে উপলক্ষে  উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।