মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল): , আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নান্দাইলে জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় ইমাম সমিতির উদ্যোগে সামাজিক উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে ইমামদের করনীয় শীর্ষক সেমিনার ও ঈদ উপহার বিতরণ – ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ১০ ঘটিকায় জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ আবু সাঈদ সাহেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাতীয় ইমাম সমিতির আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার সুযোগ্য নিবার্হী অফিসার জনাবা শারমিনা সাত্তার তিনি বলেন, আমি ইমামদেরকে ছোট বেলা থেকেই মহব্বত করি ।

ইমামরা হলো সমাজ গড়ার কারিগর। ইমামরা যদি ইচ্ছা করে তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে ইমাম উলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইমাম উলামাদের প্রতি নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা রাকিবুল হাসান। জেলা প্রতিনিধি মাওলানা নুর মোহাম্মদ । আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা বুরহান উদ্দিন,অলি মাহমুদ মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবীবুর রহমান সাহেব। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আজহারুল ইসলাম। আলোচনা সভা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মোনাজাত শেষে ১০০ জন ইমামদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবির কাপড় ও গেঞ্জি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও খতিববৃন্দ।