লেখকঃ এস এম আক্তারুজ্জামান (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল,বাংলাদেশ পুলিশ) , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ইচ্ছা-শক্তি এবং কর্মফল নির্ধারন: এস এম আক্তারুজ্জামান

এতে সন্দেহ নাই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে পুর্ণ মাত্রায় ইচ্ছাশক্তি মানুষের আছে, যদিও তার মধ্যে ভলান্টারি এনং ইনভলান্টারি নিউরাল কার্যক্রম থাকে। মানুষ কাজ করে তার ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে। গুছানো লোকজন লক্ষ্য নির্ধারন এবং পরিকল্পনা করে সে পথে কাজ করে। ধরে নেয়া হয় তার কাজ তাকে পরিকল্পিত ফলাফল এনে দিবে। বাস্তবে কি তা হয়? কেউ বলবেন ইয়েস, কেউ নো। হ্যা, দুইটাই সত্য। ইংরেজিতে আমরা বলি “লোকাস অব কন্ট্রোল” যা হয় প্রত্যক্ষ বা পরোক্ষ। আমি বিশ্বাস করি, আমার কর্মফলের মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাকে দিয়ে ভাল কাজ করাতে চান, আমি না করতে চাইলেও তিনি অনেক সময় আমাকে দিয়ে সে কাজ করিয়ে দেন। এর বাহিরে গেলে তিনি আমাকে সতর্ক করে দেন। তবে সব সময় উনার সাথে যোগাযোগ রাখিনা, কিন্তু তিনি রাখেন। কারন তিনি যে স্রষ্টা, তিনি যে পরম করুনাময়। তাই প্রার্থনা করি পিতা ইব্রাহিম (আঃ) এর অনুসরনে “হে আল্লাহ আমি আপনাকে ভুলে যেতে পারি, আপনি কি আমাকে ভুলে যেতে পারেন? আপনার করুনাই তো আমার ভরসা”।