
মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় চারজন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার টেংরামারী-শিবপুর সড়কের হিরি গাড়ির মাঠে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ-এর শিক্ষার্থীরা নিয়মিত ইজিবাইকে করে মাদ্রাসায় যাতায়াত করে। এদিন ভবানন্দপুর ও টেংরামারী এলাকা থেকে শিক্ষার্থীদের বহনকারী একটি ইজিবাইক কেদারগঞ্জের দিকে যাওয়ার পথে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইজিবাইকে থাকা চারজন শিশু শিক্ষার্থী আহত হয়।
আহতদের মধ্যে রয়েছে ভবানন্দপুর গ্রামের ইব্রাহিম, টেংরামারীর হুসাইন (৭), মাহিম (৭) এবং সিয়াম (৭)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় তিনজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
মুজিবনগর আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল বাইজিদ হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে পৌঁছাই। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের শিক্ষকরা তাদের পাশে থেকে সার্বিক খোঁজখবর রাখছেন।”
তিনি আরও জানান, আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।