সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দপ্তর বিভাগের নতুন নেতৃত্বে হুমায়ুন কবির ও সালমান মাহমুদ

৩ জুন,মঙ্গলবার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দপ্তর বিভাগে নতুন নেতৃত্ব প্রদান করা হয়।

সেখানে বলা হয় যে, সরকারি বাঙলা কলেজ শাখার সাংগঠনিক গতিশীলতার প্রয়োজনে যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে দপ্তর সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক সালমান মাহমুদ শোভনকে সহদপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনীত দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, তাদের মেধা ও মননের সহযোগে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দাপ্তরিক কার্যাবলীতে সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

এ নির্দেশনা প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।