নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

তিন মন্ত্রিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ র্যাব বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়টি দেখার জন্য তিন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে, এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদের সচিব আরো বলেন ,র্যাবের সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় কোন আলোচনা হয়নি। এই বিষয়টা নিয়ে ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাজ করছেন ‌‌‌‌।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রেপিড একশন ব্যাটালিয়ন এর সাবেক ও বর্তমান ৭কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ১০ ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর।