নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

করোনা সংক্রমণ : মেট্রো রেল যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ

করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়।

এর আগে, গতকাল ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছিল।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।