নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

রাজধানীর জুরাইনে ১৮টি দোকানে আগুন

জুরাইনে রেল লাইনের ধারে জুতার দোকান গুলোতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৮টি দোকান পুড়ে গেছে রোববার দিবাগত রাত ১২ টায় এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক গোলযোগ থেকে জানা গেছে প্রাথমিকভাবে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান রোববার রাত বারোটার দিকে দৌড়ায় রেললাইনের ধারে গড়ে ওঠা টিনশেড জুতার দোকান গুলোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।আগুন ১৮ দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।