রাজবাড়ী প্রতিনিধি , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ট্রেনের নিচে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

রেল লাইনের উপরে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সাগর বিশ্বাস নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে নয়টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভররামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সোমবার সকালে গণমাধ্যমের কাছে জানান রাজবাড়ীর জিআরপি থানার ওসি মোঃ মাসুদ আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রাতের ট্রেনটি রাজশাহী থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দেখে যাওয়ার সময় বালিয়াকান্দির রামদিয়া স্টেশনে পৌঁছালে সেখানে ওই কলেজছাত্র ছাগল কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

রাজবাড়ীর ওসি মোঃ মাসুদ আলম খবর পেয়ে নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালে পাঠানো হবে।

তবে ধারণা করা হচ্ছে নিহত ও ছাত্র রেললাইনে বসে মোবাইলে মনোযোগ মনোযোগী ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে।