জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ): , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের এমপি পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানির পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১জুন) বিকেল ৩টায় হোসেনপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার, সহ-সভাপতি মো: রুকন উদ্দিন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মাহমূদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তানভীর আহমাদ (প্রমুখ)।

মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে বিভিন্ন পথসভায় বক্তারা বলেন- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আওয়ামীলীগ, বিএনপির শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন দেখেননি। বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সমান ভাবে এগিয়ে নিতে দূর্নীতি মুক্ত কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাই সৎ, যোগ্য, ও খোদাভীরু ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। এছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।