মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল): , আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নান্দাইলে বর্নিল আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাংলাদেশ স্কাউটস নান্দাইল শাখায় বর্নিল আয়োজনে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এক উৎসব মুখর পরিবেশে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কাব কার্নিভাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি সারমিনা সাত্তার।
নান্দাইল উপজেলা স্কাউটস এর কমিশনার ও চারি আনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,রফিকুল ইসলাম খান নাসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রফিকুল ইসলামে ভুইয়া , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা ফজিলাতুন্নেছা উপজেলা স্কাউটস এর সম্পাদক খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠান শেষে স্কাউটস দলের সদস্য ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।