রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার দিনব্যাপী গোলাকান্দাইল হার্ট সংলগ্ন মাঠে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে এ মেলা উদযাপন করা হয়।

পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লীমঙ্গল কর্মসূচি (পিএমকে) এর  উপপরিচালক  সৈয়দ মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, ডেইলি সান পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম শাহাদাত, রূপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।

এ সময় বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যুবক ক্লাব , কিশোর কিশোরী ক্লাব, প্রবীণ ক্লাব এবং শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক এসএম শাহাদাতকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতা শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।