মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল): , আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫ , আজকের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নান্দাইলে ৮ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সোমবার ( ৩০) জুন বিনামূল্যে ৮জন অস্বচ্ছল ও পঙ্গু ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার । এ ছাড়া উপজেলা সমাজ সেবা অফিসার মো মিজানুল ইসলাম আকন্দ, অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ভুক্তভোগী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী এইসব স্বজনরা হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন এবং তারা দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।