
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ২ জুলাই ভোরে নান্দাইল মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে আচারগাঁও ইউনিয়নের জামতলা এলাকায় তিনটি ট্রান্সফরমার সহ একটি চোর চক্রের তিন সদস্যকে আটক করে ।
উদ্বারকৃত ট্রান্সফরমার গুলোর আনুমানিক মুল্য ১ লক্ষ ৪৮ হাজার টাকা। আটককৃতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার পুর্ব তারাপাশা গ্রামের শাহেদ আলীর পুত্র মো: আলমগীর ( ৪৫) একই উপজেলার কালিয়ার কান্দা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র মো,শাহজাহান ( ৩৫) এবং পুর্ব তারাপাশা গ্রামের মৃত মহরম আলীর পুত্র মো নয়ন ( ৪৮) ।
নান্দাইল মডেল থানার অফিসার্স ইনচার্জ মো আনোয়ার হোসেন জানান,মঙ্গলবার ভোর রাতে তার নেতৃত্বে একটি পুলিশ দল রাত্রি কালীন নিয়মিত টহল দিচ্ছিল। ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে জামতলা বাজার এলাকায় তিন ব্যক্তিকে তিনটি ট্রান্সফরমার সহ সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করতে দেখে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের এ জি এম অসীম কুমার দাস বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে তাদেরকে সোপর্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির বিষয়টি স্বীকার করে। উল্লেখ এ চক্রটি দীর্ঘ দিন যাবত নান্দাইলের বিভিন্ন স্থানে ট্রান্সফার চুরি করে আসছিল।