বেতাগী (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

বেতাগীতে জামায়াত ইসলামের ডেঙ্গু প্রতিরোধে প্রচারনা ও স্যালাইনসহ ঔষধ বিতরণ

বরগুনার বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াত ইসলামীর মাইকিং ও পরিচ্ছন্ন অভিযান চালায়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সহ ঔষধ বিতরণ করে।

বৃহষ্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টায় পৌরশহরে মাকিং, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন অভিযান স্হানীয় নেতাকর্মীর। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মাছ বাজার, কাচা বাজার, থানা,উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে ডেঙ্গু বিরোধী প্রচারনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন, সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাসুম বিল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি বশির সহ আরও অনেকে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্না বলেন, “বরগুনা – ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: সুলতান আহমেদের নির্দেশনা অনুসারে আজ আমরা বেতাগী পৌরশহরে পরিচ্ছন্ন অভিযান, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি হাসপাতালে খাবার স্যালাইনসহ – ঔষধ বিতরণ কার্যক্রম চালিয়েছি, আমাদের জনসেবামূলক কাজ চলমান থাকবে।”

উল্লেখ্য, সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জেলা সিভিল সার্জন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। বেতাগীতে ডেঙ্গু আক্রন্ত হয়ে দুইজন মারা গেছেন৷