মাহবুবুর রহমান বাবুল নান্দাইল : , আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নান্দাইল- তাড়াইল সিএন্ডবি রোড চরম ঝুঁকিতে

ময়মনসিংহ ত্রিশাল তাড়াইল ( এমটি টি) রাস্তা অতীব জন গুরুত্বপূর্ণ রাস্তা । নান্দাইল চৌরাস্তা হতে তাড়াইল সদর ১৬ কিলোমিটার রাস্তাকে ভাটি অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। রাজধানী সহ দেশের যে কোন প্রান্তে যেতে এ হলে এ রাস্তাটি এক মাত্র ভরসা। ১৬ কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন চলছে অসংখ্য যানবাহন। ফলে ওয়ান ওয়ে রাস্তা এবং সরু হওয়ায় প্রায়শই ঘটছে নানা দুর্ঘটনা। বিশেষ করে গাংগাইল নামক স্থানে ঈদুল আজহার পরপরই বাস ট্রাকে সংঘর্ষে ট্রাক ভরতি গরু পাশে পানিতে ডুবে যায় ফলে কয়েকটি গরু তাতক্ষনিক মারা যায় এবং ট্রাকে থাকা মানুষ জন গুরুতর আহত হয়। গাংগাইল নামক স্থানে রোডের শোল্ডার না থাকায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ নামকাওয়াস্তে কিছু কাজ করলে ও পুরো পুরি না হওয়ায় তাড়াইল পর্যন্ত রাস্তার অনেক স্থানে ভগ্নদশা পরিলক্ষিত হচ্ছে।

বিশেষ করে বর্ষার মৌসুমে ভারী যানবাহন চলায় রাস্তার ভেঙ্গে যাওয়া স্থান গুলো আরো ভেঙ্গে যায়।
খলাপাড়া গ্রামের স্কুল শিক্ষক মোহাম্মদ রাহাতুল ইসলাম ভুইয়া স্বপন জানান,১৬ কিলোমিটার রাস্তা এতদ অঞ্চলের অধিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে প্রতিদিন শতশত মানুষ আসা যাওয়া করে। যেভাবে ভাঙছে এভাবে চলতে থাকলে রাস্তাটা দ্রুতই বিলীন হয়ে যাবে।

বিষয়টি দ্রত সরজমিন পরিদর্শন পুর্বক ভেঙ্গে যাওয়া স্থানে মেরামতের আবেদন জানান এলাকাবাসী ।