রায়হান চৌধুরী, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ , আপলোডের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার: কোর্টে আসামীকে দেখে উত্তেজিত নিহতের মেয়ে

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে ভয়াবহ এক ট্রিপল মার্ডারের ঘটনায় আদালতে হাজির হওয়া আসামীকে দেখেই উত্তেজিত হয়ে ওঠেন মামলার বাদী রিক্তা আক্তার। তিনি নিহত রুবি আক্তারের বড় মেয়ে। এসময় নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এই নির্মম হত্যাকাণ্ডে প্রাণে বেঁচে যান রিক্তা ও তার তিন সন্তান। তবে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার ছোট বোন রুমা।

রিক্তার অভিযোগ, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করেই এই রক্তাক্ত ঘটনার সূত্রপাত। তিনি আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের কাছে বলেন, যে শত্রু আমার পেছনে লেগেছে, তারা এখন আমাকে হুমকি দিচ্ছে। আমি কখন মারা যাই, আমি জানিনা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি দেশবাসীর কাছে বিচার চাই। সবার কাছে অনুরোধ আমার মা, ভাই-বোনের হত্যার বিচার কইরা আমাকে দেখাই দিবেন। আমি প্রত্যেকের ফাঁসি চাই।”

তিনি আরো জানান, একটি শিক্ষকের মোবাইল চুরি নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে বুধবার রাতে রুবির পরিবারকে হুমকি দেন স্থানীয় এক ব্যক্তি, বাসির। পরদিন সকালে তাদের বাড়িতে হামলা চালানো হয়।

হামলার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল ও বাচ্চু মেম্বার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করেন নিহতদের পরিবার। তাদের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতে সরাসরি জড়িত ছিলেন চেয়ারম্যান, মেম্বারসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিরা।

এই ঘটনায় এ পর্যন্ত ৮ জন আসামীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানার করইবাড়ী এলাকার মৃত আলী আকবরের ছেলে বাচ্চু মিয়া (৫৫), মৃত ছপি মোল্লার ছেলে রবিউল আউয়াল (৫৫), বাচ্চু মিয়ার ছেলে আতিকুর রহমান (৪২), রবিউল আউয়ালের ছেলে মোঃ বায়েজ মাস্টার (৪৩) এবং হায়দরাবাদ এলাকার মালু মিয়ার ছেলে দুলাল (৪৫) ও দুলাল মিয়ার ছেলে আকাশ (২২) এবং আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুর এলাকার সবির আহমেদ ও না‌জিম উদ্দিন বাবুল‌।

ঘটনার পর কড়ইবাড়ী গ্রাম জনমানবহীন হয়ে পড়েছে। অনেকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন, বন্ধ হয়ে গেছে একাধিক দোকানপাট। প্রথম দিকে ঘটনাটি মাদক সংশ্লিষ্টতার কারণে গণপিটুনির ফল বলে প্রচার করা হলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র।

রক্তাক্ত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।