
“গাছ লাগাবো গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ, সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান” এই স্লোগানকে সামনে রেখে হরিরামপুরে অটো শ্রমিকদের মাঝে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৫ পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হরিরামপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।
আজ রবিবার বিকালে উপজেলার চালা ও লাউতা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অটো চালকদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হরিরামপুর উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী খান মিন্টু ও সহকারী সেক্রেটারি মো: আলামিন হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ লোকমান হোসেন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে হরিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ লোকমান হোসেন বলেন, বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে শ্রমিক কল্যানের হাত ধরে ইনশাআল্লাহ।