এস. এম. শাহাদৎ হোসাইন, রংপুর ব্যুরো প্রধান , আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

গাইবান্ধায় ২৪০ লিটার চোলাইমদসহ আটক ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২৪০ লিটার চোলাইমদসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার মৃত ভোলাতনের ছেলে চিচুয়া রাম (৬০), তার ছেলে শ্রী সুনিল বাবু (২০) এবং একই এলাকার মৃত শংকরের ছেলে বিনেশ চন্দ্র (৩১)।

অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন রুবায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোনারপাড়া রেলস্টেশন আইডাব্লিউ অফিস সংলগ্ন পূর্বপার্শ্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২৪০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানান তিনি।

পরে আটককৃতদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, “আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।