ছামিন হোসেন (মুজিবনগর প্রতিনিধি): , আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মেহেরপুর জুড়ে এনসিপির পদযাত্রা ও পথসভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “মেহেরপুর থেকেই ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল। আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করবো। সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রুপরেখা তৈরি হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে একটি পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো পূরণ হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ আবার নতুন করে আশা পেয়েছে। সেই আন্দোলনে স্বৈরশাসকের পতন হয়েছে। এবার আমরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে নেমেছি।”

তিনি আরও বলেন, “নতুন ঘোষণাপত্রে থাকবে – দেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে, জনগণের স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা হবে। আমরা চাই, এই ঘোষণাপত্র সারা দেশের মানুষের কণ্ঠস্বর হোক।”

পদযাত্রাটি শহীদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, অ্যাডভোকেট শাকিল আহমেদ, সোহেল রানা প্রমুখ।

এর আগে, কুষ্টিয়ায় পদযাত্রা শেষে গাংনী বাজারেও এনসিপি নেতারা পথসভায় বক্তব্য দেন।