নিজস্ব প্রতিনিধি নান্দাইল: , আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫ , আজকের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

কেন্দুয়ায় নিখোঁজ যুবনেতা শামীমের পরিবারের পাশে বিএনপি নেতা দুলাল

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা গন্ডা গ্রামের নিখোঁজ ছাত্রদল নেতা মো শামীমের পরিবারকে সান্ত্বনা দিতে আজ বুধবার ছুটে যান কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র, ও উপজেলা চেয়ারম্যান সাবেক কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল।

গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে এগারোটা ছাত্রদল নেতা মো: শামীম পাহাড় পুর এলাকা থেকে নিখোঁজ হন। এর পর থেকে চরম উৎকন্ঠার মধ্যে পরিবারের সদস্য গণ দিন অতিবাহিত করছে।

দ্রুত নিখোঁজ শামীমকে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য এ পরিবার আকুল আবেদন জানান সরকারের কাছে।
এসময় বিএনপি এ নেতা পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারের সংশ্লিষ্ট দফতরের নিকট দ্রুত নিখোঁজ ছাত্রদল নেতা শামীমকে খুঁজে বের করে পরিবারের নিকট হস্তান্তরের জোর দাবি জানান।

এসময় তাঁর সাথে ছিলেন বিএনপি নেতা ও শিক্ষক আলী আহম্মেদ।