সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক) , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বেতাগীতে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বরগুনার বেতাগীতে ১৮ থেকে ২৩ ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর সারে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিনে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়রম্যান মাহামুদা খানম। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: তেন মং, যুদ্ধ কালীণ কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার মো: জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহসিন খান ও মাঠ কর্মি ইলিয়াস হোসেন নান্নু। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন। এতে বিভিন্ন পেশার স্থানীয় প্রতিনিধিরা অংশ গ্রহন করে।