
ময়মনসিংহের নান্দাইলে সরকারের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজের দু:স্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়।
গতকাল সকালে উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির অংশ হিসাবে দু:স্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দুই বান্ডিল করে ৩২ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামত ও নির্মানের জন্য ৬ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপকার ভোগীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, যতটুকু সহায়তা দেয়া হয়েছে তাতে অসহায় দুস্থ পরিবার গুলো উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) ও পৌর প্রশাসক মো ফয়জুর রহমান উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো রফিকুল ইসলাম ভুইয়া, বিভিন্ন দফতরে কর্মকর্তা কর্মচারী ও
উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।