ফাহিমা হোসেন (ইতালি প্রতিনিধি): , আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

রোমে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

ইতালির রোমে জাতীয় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করে রোম মহানগর আওয়ামী লীগ তুসকোলনা শাখা। রোমের তুসকোলনায় একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তুসকোলনা আওয়ালী লীগের সভাপতি জহিরুল ইসলাম। সাধারন সম্পাদক আব্দুস ছত্তারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ালী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী,সাংগঠনিক সম্পাদক জামান মোক্তার,দপ্তর সম্পাদক হাবীব মকদম,মহিলা বিষয়ক সম্পাদিকা মলি জামান।

এ সময় বক্তব্য রাখেন রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি,মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানী,সাধারণ সম্পাদক নয়না আহমেদ,ইতালি সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,ইতালি যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান,সদস্য সৈয়দ সুমন,শাহাদাৎ হোসেন রনি সহ আরো অনেকে।এ সময় বক্তারা বলেন ১৬ ডিসেম্বর যখন বিজয়ের ধার প্রান্তে ঠিক তখনই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধা শূন্যে করার জন্য জাতীয় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।