আসাদুজ্জামান সজীব: , আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ , আজকের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে ‘এমজেএফ’ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

আসাদুজ্জামান সজীব:

বাংলাদেশ জাতীয়তাবাদি দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সাথে “ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেন।

শুক্রবার ১১ জুলাই চৌধুরীর গুলশানের বাসভবনে নেতৃবৃন্দ সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ আসন্ন এমজেএফ এর অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার অনুরোধ জানালে তিনি সম্মতি প্রদান করেন।

সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এ বর্ষীয়ান রাজনীতিবিদের সাথে দেশের চলমান বিভিন্ন বিষয় ও মির্জাগঞ্জের উন্নয়ন কর্মকান্ড ও জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় মির্জাগঞ্জের অবস্থান ও অবদান বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এল আর বাদল, জওহার ইকবাল খান, সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিশির, দপ্তর সম্পাদক মাসুদ রানা ঝুমুর, সদস্য খন্দকার আতিকুর রহমান ও এস এম শাহজাদা শাহাদাত উপস্থিত ছিলেন।