রিপোর্টারের নাম , আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

তাড়াইলে সাংবাদিক-পুলিশ প্রীতি ম্যাচে গোল শূন্য ড্র

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যের রূপান্তর দেখল তাড়াইল উপজেলাবাসী।

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তাড়াইল থানা ও তাড়াইল উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ১১ই জুলাই ২০২৫ খ্রিঃ রোজ শুক্রবার বিকাল ০৫.৩০ ঘটিকায় তাড়াইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রশাসন থেকে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার নিবার্হী অফিসার মোছাঃ পপি খাতুন, করিমগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা।

তাছাড়া অন্যান্যদের উপস্থিত থেকে দর্শকদের আনন্দ বাড়িয়ে দেন, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার আলম লিটন, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ উপজেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ।

খেলায় উপস্থিত থেকে তরুণদের উৎসাহ বাড়িয়ে দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইকরাম হোসেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ ৪/৫ হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

তাড়াইল সাংবাদিক একাদশ বনাম তাড়াইল থানা পুলিশ একাদশ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি দুই পক্ষের কয়েকটি সুযোগ থাকলেও কেউ গোল দিতে পারেননি ফলে গোল শূন্যে ড্র হয় ম্যাচটি।

খেলা বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও উপজেলার সাংবাদিকবৃন্দরা জানান, খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা মানুষের মন ও শরীর কে সুস্থ ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ রাখে, মাদকমুক্ত সমাজ গড়তে ভুমিকা রাখে’’

এই সুন্দর একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করায় এলাকাবাসী ধন্যবাদ জানায়, ইতিপূর্বে এই ধরনের প্রীতি ফুটবল ম্যাচ তাড়াইল কখনো অনুষ্ঠিত হয় নাই।