আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার (১১ জুলাই) রাতে ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ও থানার সামনে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক বেলাল হাবশী।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল-আমিন।