মাহবুবুর রহমান বাবুল নান্দাইল: , আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫ , আজকের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নান্দাইলে এস.এস.সিতে জিপিএ -৫ প্রাপ্ত যমজ দুইবোন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুশুলী ইউনিয়নের মোহাম্মদ আব্দুল হান্নান ও কামরুন্নাহার বেগম দম্পত্তির যমজ দুই বোন নওশন নাহার ঐশি ও নওরীন নাহার শশী এবার মাধ্যমিক পরীক্ষায় নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে।

কন্যাদ্বয়ের পিতা মোহাম্মদ আব্দুল হান্নান স্থানীয় মুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়োজিত।
উক্ত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পাঠ চুকিয়ে ভালো ফলাফলের কন্যাদ্বয়কে ভর্তি করান উপজেলা সদরে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে ও প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। এবার এসএস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পায়। ঐশি প্রাপ্ত ১৩০০ নম্বরের মধ্যে ১২১০ ও শশী ১২১৫ নম্বর পাওয়া অভিভাবক শিক্ষক মন্ডলী ও এলাকাবাসী সবাই খুশি ।

এ বিষয়ে স্কুল শিক্ষক বাবা আব্দুল হান্নান জানান, আমার উভয় মেয়ে ছোট কাল থেকে পড়াশোনা বেশ মনোযোগী ছিল। তাদেরকে পড়াশোনার জন্য কখনো প্রেশার ক্রিয়েট করা হয়নি। নিয়মিত খেলাধুলা পড়াশোনা রুটিন মাফিক চালিয়ে যেত। আর রুটিন মাফিক যারা চলেন তাদের জীবন উন্নতি হবেই এমনই ধারণা পোষণ করেন তিনি। তারা ভবিষ্যতে চিকিৎসা বিদ্যায় পড়তে আগ্রহী। ডাক্তার হয়ে সমাজের অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা।

নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, দুইবোন বিদ্যালয়ে ষষ্ট শ্রেণী থেকে মেধাবী ছিল, তাদের ফলাফল বিদ্যালয়ে শিক্ষক সমাজ আনন্দিত। আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। ভবিষ্যতে ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা।