নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নিরাপত্তার জন্য কিছু রাস্তা বন্ধ থাকবে, এইচএসসি পরীক্ষার্থীদের বুধবার সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর জন্য আগামীকাল বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন বুধবার ভারতের রাষ্ট্রপতি দেশে আসবেন। ঐদিন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় বলেই কিছু রাস্তা যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে ‌

এজন্য তিনি বলেন, যারা শিক্ষার্থী তারা যেন হাতে সময় নিয়ে বের হন তারা সমস্যা হলে তারা যেন জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন করেন। প্রয়োজনে পুলিশ পরীক্ষা হলে পৌঁছে দিতে সাহায্য করবে ‌।

মহান মুক্তিযুদ্ধে বিজয় ৫০ বছর উদযাপনের অনুষ্ঠানে যোগদানের লোকে বুধবার সকালে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি।

মহান বিজয়ের মহানায়ক প্রতিপাদ্য ১৬ও ১৭ ডিসেম্বর এসব অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা অংশ নেবেন।