রংপুর ব্যুরো: , আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫ , আজকের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রংপুরে হত্যা মামলায় আইনজীবীকে কারাগারে প্রেরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনটি মামলা হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলার আসামি রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামাণিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ ১৩ জুলাই রবিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আব্দুল হক প্রামাণিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আব্দুল হক প্রামাণিক বৈষম্যবিরোধী আন্দোলনে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ শিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে তিনি উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার রবিবার রংপুরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন।