বগুড়া প্রতিনিধি , আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

বগুড়ার সান্তাহারে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন; দগ্ধ ৫

সান্তাহারে বি আইআরএস প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ওয়ান টাইম প্লেট গ্লাস তৈরি ফ্যাক্টরিতে আগুন লেগে নিহত হয়েছেন। ওই ফ্যাক্টরির প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্যাক্টরি স্বত্বাধিকারী ও সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন বলেন ,মঙ্গলবার সকালে ২৫ জন শ্রমিক কাজ শুরু করে। হঠাৎ বেলা সাড়ে এগারটায় মেশিন চলা অবস্থায় অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের বগুড়া-নওগাঁ ১৩ টি ইউনিট ২ঘন্টা ধরে কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২০ কোটি টাকার মেশিন সহ প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ৫ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।