বরগুনা প্রতিনিধিঃ , আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে সোহাগের হত্যা হয়েছে- নাহিদ

শুধুমাত্র ক্ষমতা বদলের জন্য নয়, বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন হয়েছে। এক ফ্যাসিস্টের জায়গায় আরেক ফ্যাসিস্ট বসানোর জন্য মানুষ রাজপথে রক্ত দেয়নি। জুলাই আমাদের ভয়কে জয় করতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে।

জুলাই আন্দোলন’কে স্মরণ করে দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি অংশ হিসাবে আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে ৫ টায় বরগুনার পৌর মার্কেট সামনে মূল রাস্তা বন্ধ করে দিয়ে জনসভা অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আখতার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নারুদ্দিন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সহ প্রমুখ।

এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন,দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে,আমাদের লড়ায় সংসদে গিয়ে থামবে,আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলে কোনও লাভ হবে না,আমরা থামবো না।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, প্রিয় বরগুনা, আমি বরগুনার জামাই হিসাবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশাল থেকে বরগুনায় আসার প্রধান সড়ক গুলো বাকমুক্ত করতে হবে। বাকগুলো সব মরণফাঁদে পরিণত হয়েছে। হাসপাতাল গুলো লুটপাটের কেন্দ্র তৈরী হয়েছে, এখানে ডাক্তার আসলে থাকে না, ফ্যাসিবাদ সরকার নাকি দক্ষিনাঞ্চল উন্নায়নের জোয়ারের ভাসিয়ে দিয়েছেন অথচ দক্ষিনাঞ্চল বণ্যায় ভাসছে। আমরা প্রতিবন্ধকতা ও দুর্নীতিমুক্ত বরগুনা গড়তে সহযোগিতা চাই।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন শুরু হয়েছে। আপনাদের দুয়ারে এসেছে সেই তরুন যারা নতুন স্বপ্ন দেখিয়েছে। আইন শৃঙ্খলার ব্যর্থতার কারনে সোহাগের হত্যার হয়েছে আমরা তার বিচায় চাই, ভারত ও পাকিস্তান বাদ দিয়ে নতুন রাজনীতি দিক করতে শুরু হবে, চাঁদাবাদ আর দখলদার মুজিববাদের আস্তনা। সকলকে প্রতিহত করতে হবে। আর বরগুনা বাচঁলে বাংলাদেশ বাচঁবে।

এ সময় আরো বলেন, জুলাই আন্দোলনের পর নতুন দেশ তৈরি হলেও সেই দেশের কাঠামো এখনো গড়া হয়নি। নতুন বাংলাদেশের সংস্কার চাই, সংস্কাল না হলে নির্বাচন হবে না।