নিজস্ব প্রতিবেদক , আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে বিএসএমএমইউ ভিসি যা বললেন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

ভিসি অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন জানিয়েছেন ওবায়দুল কাদেরের বুকে ব্যথা। ব্যথা নিয়ে তিনি এসেছিলেন। পরে অবশ্য তার ব্যথা কমে গেছে। রুটিন চেকআপ এর জন্য সকাল দশটার দিকে এসেছিলেন। আমরা বলেছি আপনি আমাদের এখানে ভর্তি থাকেন বিশ্রাম নেন তাহলে আপনার জন্য ভালো হবে। চিকিৎসক তাকে বিশ্রামে থাকতে বলেছেন।