রংপুর ব্যুরো: , আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রংপুরে ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিল জুলাই যোদ্ধারা

রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছেন জুলাই যোদ্ধারা। এসময় তারা ভাস্কর্যের থাকা শেখ মুজিবের ছবিতে কালো রঙের কালি লেপন করেন।

গত ১৭ জুলাই বৃহ¯পতিবার দিবাগত রাত ১১টার দিকে মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ভাস্কর্য হিসেবে পরিচিত অর্জন চত্ত্বরে কয়েকজন জুলাই যোদ্ধা একত্রিত হন। সেখানে বিভিন্ন শ্লোগান দেন তারা। পরে সিটি কর্পোরেশন থেকে আনা গাড়িতে চড়ে ভাস্কর্যের উপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি মুছে দিতে কালো রঙের ¯েপ্র ব্যবহার করেন।

এসময় ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ শ্লেগান দিতে দেখা যায় জুলাই আন্দোলনের বিপ্লবী যোদ্ধাদের। পরে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা।

এর আগে, ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান। ওই সময় রংপুরের মডার্ন মোড়ে অর্জন ভাস্কর্যে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

গত ৫ ফেব্রুয়ারি রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যা¤পাসে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়াও রংপুর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন উপজেলায় থাকা শেখ মুজিবুর রহমানের ম্যূরাল ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।