রংপুর ব্যুরো: , আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রংপুরে ব্যাংকের সিকিউরিটির কাছ থেকে ৩টি বন্দুকসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার

রংপুরে তিনটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ১২বোরের ১টি দোনলা ও ২টি একনলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও তিনটি ভূয়া লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২জন সিকিউরিটি গার্ডকে।

১৮ জুলাই শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, মহানগরীর ব্যাংক-বীমা গুলোতে নিরাপত্তা টহল বাড়াতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জাহাজ কো¤পানী মোর্ড়ের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিকিউরিটি গার্ডের শাহাদাত হোসেনের (২৬) কাছ থেকে লাইসেন্সবিহীন অবৈধ একটি ১২বোরের দোনলা বন্দুক. ৫ রাউন্ড গুলি এবং ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়। এসময় শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।