রংপুর ব্যুরো: , আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ , আজকের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

গাইবান্ধার সাদুল্লাপুরে ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় এনামুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

১৮ জুলাই শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত এনামুল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের জাদুরপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।

এলাকাবাসী বলেন, শুক্রবার দুপুরে এনামুল মোটরসাইকেলে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মিয়ার বাজার এলাকায় ইটবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দীন খন্দকার বলেন, ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে এনামুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।