‎‎নিজস্ব প্রতিনিধি নান্দাইল : , আপলোডের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫ , আজকের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নান্দাইলে খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা মোবারক হোসেন উজ্জ্বল।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন: ‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, ‎ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নুরু,আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শামসুল হক, যুবদল নেতা মাহমুদুল হাসান আরিফ,বিদ্যালয়ের সাবেক সদস্য হাসান মেম্বার,বর্তমান সদস্য হারুন অর রশিদ, শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ।

‎‎বক্তারা বলেন, “খুররম খান চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিশেষ করে শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য এবং স্মরণীয় হয়ে থাকবে।”

‎অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন সাহবে বাড়ি জামে মসজিদের ইমাম সিব্বির আহম্মেদ বাচ্চু ।