রংপুর ব্যুরো: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

গাইবান্ধায় ইয়াবাসহ আটক ১

গাইবান্ধা সাঘাটা উপজেলায় ৪৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

২২ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১২ থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার পদুমশহর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহিম একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

যৌথ বাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের পদুমশহর এলাকায় পরিচালানো করা হয়। এসময় অব্দুর রহিমের শয়ন ঘরের মেঝের মাটির নীচ থেকে ৪৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকসহ অব্দুর রহিমকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম বলেন, আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।