রংপুর ব্যুরো: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ , আজকের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

মাইলস্টোন কলেজের নিহত সেই শিক্ষিকার সমাধিতে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারী জেলা প্রশাসন।

২৩ জুলাই বুধবার সকালে নীলফামারীর জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ি চৌধুরীবাড়ীর পারববারিক কবরস্থানে সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।

এসময় তাঁরা সাহসী শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।